স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বুইচিতলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কেনা-বেচার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প।
আটকৃত দুজন চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়–লগাছির ফুলবাড়ি গ্রামের সদর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৭) ওআবদার আলীর ছেলে তরিকুল মন্ডল (৩৫)।
র্যাব জানিয়েছে, ঝিনাইদহ সিপিসি-২ জানতে পারে ভারত থেকে পাচার করে আনা একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ডগুলি কেনা- বেচা চলচে। এ তথ্যের ভিত্তিতে র্যাব’র অভিযানিকদল ভোর পৌনে ৫টার দিকে বাইচিতলায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ টি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড। আটককৃতদের ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।