স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছর ব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি’র বিরুদ্ধে এ শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন দলটি। এজন্য দলের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছিলো। এছাড়া জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা, স্থানীয় এমপিরা গতকাল দিনভর শান্তি সমাবেশে বক্তৃতা করেন। পৃথক সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে। নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রাজপথেই তাদের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। আর সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে। ২০৪১ সালে হবে উন্নত দেশ। আজ যখন দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে তখন গা জ্বালা ধরছে দেশবিরোধীদের। পাকিস্তানের দোসর ওই বিএনপি জামায়াত, যারা একাত্তরে এ দেশের স্বাধীনতা চাইনি তারাই আজ যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জেগে জেগে দিবাস্বপ্ন দেখছে সরকার পতনের। তারা ভুলে গেছে আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। এ সময় তিনি বক্তারা বলেন, বিএনপি জামায়াতের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আমরা আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বিএনপি মাথা নিচু করে থাকবে। কোনো প্রকার ষড়যন্ত্রের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে।
চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি এবং শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার সকালে জেলা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান কর্মসূচি এবং বিকেলে একই এলাকার মুক্তমঞ্চে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহব্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, ইমরান আহমেদ বিপ্লব, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল প্রমুখ।
এদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের আয়োজনে বিকেল সাড়ে চারটার সময় শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী যৃবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্মআহবায়ক জিল্লুর রহমান, সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর হোসেন খোকা, যুবলীগ নেতা মাসুদুর রহমান, দরূদ হাসান, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, শেখ রাসেল, খালিদ ম-ল, দিপু বিশ্বাস, লোকমান, রনি, জামাল, জাকির, নোমান, জনি, লিফটন, বাচ্চু, মোমিন, জিসান, সোহাগ, আনোয়ার চুয়াডাঙ্গা পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি আসাদ, সম্পাদক বিপ্লব হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি- রানা, সম্পাদক খানজাহান, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক রফিকুল, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল, সহসভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক জান্টু, সাংগঠনিক সম্পাদক সুমন মেম্বার, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক চাঁদ মেম্বার, নেহালপুর ইউনিয়ন যুবলীগ রহিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ শান্তির সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের শাদাব্রিজ মোড়ে শান্তির সমাবেশ শেষে ইউনিয়নের সকল গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে ইউনিয়নের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান জমির, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহসভাপতি আব্দুল হান্নান, ইমদাদ হোসেন, তুফাজ্জেল প্রমুখ।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রুইথনপুর বাজারে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আবু তালেব। প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জমির আলী, সোহেল শাহ্, করিব হোসেন, আব্দুল্লাহ, সমশের ম-ল, মনিরুল ইসলাম, আবুছদ্দীন, সুবহান মিয়া, রাজন আলী, আবুর হোসেন, আব্দুল মালেক, মন্টু মিয়া, মহাসিন আলী, হারেজ মিয়া, মজিবর রহমান, আবুল কাশেম, নাজমুল হক, আব্দুল্লাহ, রবিউল হক প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জে জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে যুবলীগের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার ম-ল। সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান শিলন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক হারুন অর রশিদ বকুল, ডাউকি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বুলবুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তৌহিদ।
এদিকে জেহালায় উদ্যোগে শান্তি সমাবেশ অংশ হিসেবে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন আ.লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, আবিদ আলিম শামীম, ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, আব্দুল হান্নান ম-ল, বিপুল মাস্টার, বল্টু মাস্টার প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শানিবার বিকেলে আসমানখালী বাজারে দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভসভাপতি ইউপি চেয়ারম্যান মুন্সি মো. এমদাদুল হক, দপ্তর সম্পাদক মুন্সি মজিবুল হক, যুগ্মসাধারণ সম্পাদক সামসুর রহমান সামু, প্রচার সম্পাদক কামরুজ্জামান রিপন, নাসির উদ্দীন এমদাদুল হক ওদুদ, বেল্টু রহমান, বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ডা. আব্দুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন মুন্সি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটন মিয়া হিরো আলম।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ডাক বাংলো চত্বর থেকে এক বিশাল শান্তি মিছিল বের হয়। মিছিলটি দামুড়হুদা বাসস্ট্যান্ড হয়ে ব্রিজ মোড় ঘুরে চৌরাস্তার মোড়ে শেষ হয়। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, সাবেক যুগ্মসম্পাদক আজিজুল হক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক এসএম মহসীন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভুট্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাজারের দোয়েল চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। প্রধান অতিথি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা। বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোল্লা আলতাব হোসেন ফেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্মসাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপুু, শেখ আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাবেক সিনিয়ার সহসভাপতি ডা. মিজানুর রহমান। উপস্থাপনা করেন শেখ মহিদুল ইসলাম মধু ও খান তারিক মাহমুদ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুদ্দোজা নগর উদ্যানে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সাবেক দপ্তর সম্পাদক মকলেছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা, বুড়িপতি ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি শহীদ সাদিক হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল প্রমুখ।