মেহেরপুর থেকে ঢাকায় যাওয়ার পথে নগদ ২২ লাখ টাকা ও সাড়ে ৫ কেজি রূপোসহ ঝিনাইদহ পুলিশের হাতে আটক দুজন

স্টাফ রিপোর্টার:মেহেরপুর থেকে ঢাকায় যাওয়ার পথে ঝিনাইদহে নগদ ২২ লাখ টাকা ও সাড়ে ৫ কেজি রূপোসহ ধরাপড়েছে দুজন। আটককৃত দুজনের বাড়ি মানিকগঞ্জে। বুধবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে এদেরকে আটক করে ঝিনাইদহ পুলিশ।

আটককৃতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দপুর গ্রামের আমিরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন। পুলিশের নিকট এরা এ পরিচয় দিলেও তা যাচাইয়ের জন্য মানিকগঞ্জে বেতার বার্তা প্রেরণ করা হচ্ছে। পুলিশসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, পাচারকারীদের সহযোগিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

ঝিনাইদহ পুলিশ সুপার সাংবাদিকদের বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জেলার সরকারি ভেটেরেনারি কলেজের সামনে ওত পেতে থাকে। এ সময় মোটরসাইকেলে করে আসা দুইজনকে আটক করা হয়। এদের নিকট থাকা ব্যাগে ২২ লাখ টাকা ও পাঁচ কেজি ৭০০ গ্রাম রুপো পাওয়া গেছে। মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিলে ওরা।” তবে এই টাকা ও রুপোর মালিক সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিলো

 

Comments (0)
Add Comment