মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে তিনজন করোনা রোগী চিহ্নিত হয়েছে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে মেহেরপুর পৌরসভার বাসস্ট্যান্ডপাড়ার একজন, গাংনী উপজেলার হিন্দা গ্রামের একজন ও মুজিবনগর উপজেলায় কোমরপুর গ্রামের একজন কোভিড পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭ জন। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা শেষে তিনটি কোভিড পজেটিভ পাওয়া যায়। বাকিগুলো নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ১৯ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসাধীন ৫৭ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, গাংনী উপজেলায় ২৬ জন ও মুজিবনগর উপজেলায় ১৬ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৪ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১০ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৮৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৯৭ জন, গাংনী উপজেলায় ২৬৮ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।