মুজিবননগর থেকে শেখ শাফি উদ্দীন: মেহেরপুর মুজিবননগর উপজেলার যতারপুরে নেশাখোরের ধারালো অস্ত্রের কোপে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা নিহত হয়েছেন। নেশাখোরকেও স্থানীয় জনগণ পিটিয়ে হত্যা করেছে। আজ শনিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে যতারপুর গ্রামের যদুখালী মোড় বটতলায় এ খুনোখুনির ঘটনা ঘটে। পুলিশ ঘটানাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয়র্ াজানিয়েছেন, মেহেরপুরের মুজিবননগর উপজেলার যতারপুর গ্রামের আবুলের ছেলে মনিরুল ইসলাম (৩৪) নেশাখোর প্রকৃতির। শনিবার সকাল ১১টার দিকে যদুখালী মোড় বটতলায় একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমানের (৩৫) বাগবিত-া শুরু হয়। এক পর্যায়ে মনিরুলের হাতে থাকা ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে সাইদুরকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। দৃশ্য দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌছে হাতেনাতে আটক করে মনিরুল ইসলামকে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় মনিরুল ইসলাম।
স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, মনিরুল ইসলাম নেশাখোর প্রকৃতির। সে গাঁজা সেবন করে। শনিবার যদুখালী বটতলায় গাঁজা সেবন নিয়েই সাইদুরের সাথে বাগবিত-া শুরু হয়। এরই এক পর্যায়ে মনিরুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইদুরকে ক্ষতবিক্ষত করে। ঘটনাস্থলেই সাইদুর নিহত হন। স্থানীয়রা দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে মনিরুলকে বেদম পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই মনিরুল প্রাণ হারায়।