মেহেরপুর অফিস: ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে বুড়িপোতা ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান ওরফে চঞ্চলের ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালের দিকে মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইউপি সদস্য আখতারুজ্জামান ওরফে চঞ্চলের ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এদিন বিকেলের দিকে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদের নির্দেশে ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়। অভিযান চলাকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি ছিটিয়ে পোড়ানো ইটসহ কাঁচা ইট নষ্ট করে দেন। এ সময় ইটভাটার মালিক নব নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চল সেখানে উপস্থিত ছিলেন না। অভিযান চলাকালে এলাকার শ’ শ’ নারী-পুরুষ সেখানে সমবেত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান ওরফে চঞ্চলের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া ইটভাটা পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন। বুধবার সন্ধ্যার পূর্বে ওই ইটভাটা পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দকে কাছে পেয়ে নব নির্বাচিত ইউপি সদস্য ইটভাটার মালিক আখতারুজ্জামান চঞ্চল কান্নায় ভেঙে পড়েন। আখতারুজ্জামান চঞ্চল কান্না জড়িত কণ্ঠে বলেন, একদিন পূর্বে কেবল ইটভাটায় ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। এরপর কোনো কিছু না জানিয়েই আমার ভাটাটি গুঁড়িয়ে দেয়া হলো। আমি ভাটা ভাঙার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করলে তিনি বলেন, ওপরের নির্দেশ আছে; তাই ভাটা ভাঙা হচ্ছে। আপনি জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করেন। তিনি আরো বলেন, কি কারণে কার নির্দেশে আমার ভাটা গুড়িয়ে দেয়া হলো সেটা আমি কিছুই বুঝতে পারছি না। ভাটা গুড়িয়ে দেয়ার ফলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কোনো কথা বলবো না।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি গোলাম রসুল বলেন, আগামী রোববারে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বসবো।