মেহেরপুরে আরও ৫ জনের মৃত্যু : শনাক্ত ৬৬ জন

লকডাউন সফলে প্রশাসনের সচেতনতা ও প্রচারণা অব্যাহত
মেহেরপুর অফিস: করোনার কারণে প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গেলো ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৫জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। আক্রান্তের হার শতকরা ৪৬.৪৭ ভাগ। করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ৫জন। দিন দিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে করোনা আক্রান্ত রোগী। মেহেরপুরে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। তাই মেহেরপুরের লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপরতা অব্যাহত রেখেছে। সফলভাবে শহরে লকডাউন পালিত হচ্ছে।
এদিকে, মেহেরপুর জেলায় নতুন করে ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৬ জন, গাংনী উপজেলায় ৩৫ জন, মুজিবনগর উপজেলায় ৫ জন ও রেফার ২ জন রয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ৫১৪ জন। এছাড়া মারা গেছেন আরো ৫ জন। এ নিয়ে মেহেরপুর করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ৫৬। গতকাল বুধবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫জন রোগী মারা গেছেন। এরা হলেন মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে পলাশ (৫৫), একই উপজেলার দারিয়াপুর গ্রামের মোহর আলী ছেলে শাহাব উদ্দিন (৭০), গাংনী শহরের ফরমানের স্ত্রী মর্জিনা খাতুন (৫৫) এবং মেহেরপুর পৌর এলাকার শেখপাড়ার হায়াত শেখের স্ত্রী রশিদা খাতুন (৭০) ও একই পাড়ার আমিরুল ইসলামের স্ত্রী লাল বানু (৬০)। জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে তারা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাব থেকে ১৪২টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৬৬ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ৫১৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার বাসিন্দা ১৯৬ জন, গাংনী উপজেলার বাসিন্দা ২২১ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ৯৭ জন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১১৫ জন। এদের মধ্যে সদর উপজেলার ৭৩ জন, গাংনী উপজেলার ১৭ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৪৩ জন। যার মধ্যে সদর উপজেলায় ৬৭৭ জন, গাংনী উপজেলায ৪০৩ জন ও মুজিবনগর উপজেলায় ১৬৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ৫৬ জন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, গাংনী উপজেলার ২২ জন ও মুজিবনগর উপজেলার ১৪ জন রয়েছেন।
এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় উদ্বেগজনকহারে সংক্রমণ বৃদ্ধিতে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ সেøাগানকে সামনে রেখে মেহেরপুর পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালান। অযথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একই সাথে সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।
এদিকে মেহেরপুর জেলাব্যাপী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শহর ও গ্রাম-গঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। করোনা সংক্রমণ মারাত্বক আকার ধারণ করেছে। যে কারণে কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। অভিযান চলাকালে কঠোর নির্দেশনা বাস্তবায়নে সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয় এবং নিজের সুরক্ষার সাথে সাথে পরিবার ও দেশের মানুষকে বাঁচাতে সবাইকে কাজ ছাড়া বাহিরে না আসার আহবান জানান।

 

Comments (0)
Add Comment