মুজিবনগর আ.লীগের সভাপতি-সম্পাদকসহ জেলায় ১৩ করোনা পজেটিভ শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ^াস (৭০) ও সাধারণ সম্পাদক উপজেলার মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ (৫৫) গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন ১৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্য ১৭১ জন। নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার ৭ জন ও গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগর উপজেলার ৩ জন। গতরাত (সোমবার) রাত সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন ডা. মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ঢাকার ল্যাবে পরীক্ষা শেষে গতরাতে নতুন প্রাপ্ত ৪৫ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ১৩ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৯৫০ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে মোট ৩৫৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ১৭৮ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৮ জন। বাকিরা লকডাউনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

Comments (0)
Add Comment