মহানবীকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান

বিশ্বনবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের লাখ লাখ হাজারো মুসল্লি। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানেসহ সারাদেশে ইসলামপন্থি সমমানা দল এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে নুপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যাক্কারজনক। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। আমরা বিজেপির ওই দুই নেতাসহ যারা এর সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে আর কোনো অন্য ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষকে অবমাননা না করে। বিক্ষোভ সমাবেশ থেকে মহানবীকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি ও ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন সেøাগানে প্রতিবাদ জানান মুসল্লিরা।

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে। মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে।

চুয়াডাঙ্গাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ হাসান চত্বর মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহসভাপতি রুহুল আমীন সোহেল, সেক্রেটারি তুষার ইমরান সরকার, জেলা সদস্য মাওলানা জহুরুল ইসলাম, জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আবদুল ওয়াদুদ, আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন, আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মাওলানা ইকরামুল হক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আবু বকর সিদ্দীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলনের জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব ও সদর থানা শাখার সেক্রেটারি মীর শফিউল ইসলাম। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুনাজাত করেন ইসলামী আন্দোলন জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুস সালাম।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় উলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা দামুড়হুদা চৌরাস্তার মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ড হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দশমী জামে মসজিদের ইমাম হাফেজ মহসিন আলী, হাফেজ কামরুজ্জামান, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহসভাপতি মুনতাজ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, ওষুধ ব্যবসায়ী সাজেদুর রহমান, একরামুল মেম্বার, এখলাছ উদ্দীন, জাদুশিল্পী মোহাম্মদ আলীসহ প্রায় পাঁচশতাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উলামা পরিষদের সভাপতি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দামুড়হুদা উলামা পরিষদের সাধারণ সম্পাদক দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি ইখলাছুর রহমান, বাজারপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সামিউল্লাহ, দামুড়হুদা দারুস সুন্নাহ মাদরাসার মহাতামিম মুফতি রুহুল আমিন।

এদিকে দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাঁদপুরে গ্রামবাসী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর দর্শনা পৌরবাসীর আয়োজনে রেলবাজার বটতলায় ও পৌর এলাকার শ্যামপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। দর্শনা রেল বাজার বটতলায় শিমুল ও দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলামুল হক আল আমিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শরিফুল মেম্বার, শফি কামাল, বাপ্পা, জুয়েল, রায়হান, রানা, আশিকুর, ইউনুস, আরিফুল, পলাশ, কবির সিডিএ, আরিফ, প্রান্ত, আরিফুল, বাদল, সাইদ, ফারুখ, করিম, শাফিন। অপরদিকে শ্যামপুরের মিছিল দর্শনা শ্যামপুর কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন কচি, সাধারণ সম্পাদক আরিফ বিশ্বাস, দর্শনা পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলার বিল্লাল হোসেনের নেতৃত্বে মিছিলে অংশ নেয় রাসুল প্রেমিক তৌহিদী জনতা।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার অধিকাংশ মসজিদ হতে ধর্মপ্রাণ মুসল্লিরা এ বিক্ষোভ মিছিল বের করে। জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, হাইস্কুলপাড়া জামে মসজিদ, বাজার জামে মসজিদ, বড় মসজিদ, কাজীপাড়া জামে মসজিদ, বসুতিপাড়া প্রমুখ মসজিদ হতে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ হতে অবিলম্বে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয় এবং সেই সাথে ভারত সরকার এহেন কর্মকা- থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের। মেহেরপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মাওলানা খাদেমুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রাশেদুল ইসলাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শামিম রেজা, মুজিবনগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা কমিটির সভাপতি মুফতি শাহ হুজায়ফা, যুব আন্দোলন জেলা কমিটির সাবেক সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলটি মেহেরপুর কোর্ট এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাওহিদি জনতা। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গাংনী দারুচ্ছালাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. মহাসিন আলীর সভাপতিত্বে ও অত্র মসজিদের ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন বক্তার মুখ থেকে। বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দীন, উপজেলা পরিষদ মসজিদ ঈমাম মাও. ইলিয়াছ হোসেন, গাংনী মাদরাসাপাড়া মসজিদের ঈমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমুখ।

Comments (0)
Add Comment