ভারতে চোরাচালানের সময় ১১ টি স্বর্ণের বার উদ্ধার

 

চুয়াডাঙ্গায় ভারতে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ১১ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের কবরস্থানের আম বাগানের মধ্যে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় বাইসাইকেল  চালিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করা হয়। লোকটি তার সাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১১টি উন্নত মানের স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের  আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ জানান , উদ্ধারকৃত স্বর্ণের বার ও বাইসাইকেলটি জব্দ করা হয়। ওই ঘটনায় ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান ফিজুরকে (২৮) পলাতক আসামী দেখিয়ে তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করেছে বিজিবি।

Comments (0)
Add Comment