স্টাফ রিপোর্টার: জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় জামায়াতের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পৌর জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের উপস্থাপনায় সভাপতির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আমির রহুল আমিন। তিনি বলেন, প্রিয় চুয়াডাঙ্গাবাসী আগামী শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দুপুর ২টায় জামায়াত আয়োজিত এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, গণতন্ত্রকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, বৈষম্যবিরোধী কর্মী সম্মেলন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার প্রতিচ্ছবির কর্মী সম্মেলন। কর্মী সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-কুষ্টিয়া জোনের পরিচালক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জোনের টিম সদস্য আলী মুহসিন, আব্দুল মতিন, যশোর জেলা আমির গোলাম রসুল, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন খান, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ ও থানা আমিরগণ।
উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, কর্মপরিষদ সদস্য মাওলানা ইসরাইল হোসেন, কামাল উদ্দিন, জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, আলতাফ হোসাইন, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হিরক। থানা আমির ও সেক্রেটারিগণ।