সরোজগঞ্জ প্রতিনিধি: অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের আশাদুল স্টোরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে অতিরিক্ত ৩৫ টাকা বেশি নেয়ায় আশাদুল স্টোরের মালিক আশাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে হাতেনাতে ধরতে আমাদের অফিসের কর্মচারী দিয়ে আশাদুল স্টোর থেকে গোপনে সয়াবিন তেল ক্রয় করি খোলা তেল ১৪৩ টাকা সরকার নির্ধারিত থাকলে, দোকানি ১৭৮ টাকা দরে দাম নেন। প্রমাণসহ ক্রেতাকে দোকানির সামনা সামনি করি, সরকার নির্ধারিত ১৪৩ টাকায় খোলা সয়াবিন তেল বিক্রির কথা থাকলে তিনি ১৭৮ টাকা কিভাবে নিলেন তার সঠিক কোনো প্রমাণ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় আশাদুল স্টোরের মালিক আশাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মাহাবুব হোসেন।
এদিকে, আদালতে জরিমানা করায় অন্য দোকানদাররা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ করতে থাকেন। তাদের দাবি আমরা বেশি দামে কিনে আনছি বেশি দামে বিক্রি করছি। ব্যবসায়ীদের অভিযোগ সরকার নির্ধারিত দামে আমরা কিনতে পারছি না তাহলে বিক্রি করবো কি করে। আর পাইকাররা কোনো মেমো দিচ্ছে না, আমরা কি করতে পারি। পরে কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের শান্ত করেন। ব্যবসায়ীদের নিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বসানো হয়। ব্যবসায়ীকরা তাদের দাবি দাওয়া চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নিকট তুলে ধরেন।