জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শিয়ালমারীতে গরু কিনতে আসার পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির পড়ে অজ্ঞান হয়ে সর্বস্ব হারিয়েছেন গরু ব্যবসায়ী রুহুল হোসেন। নিঃস্ব হওয়ার পর তাকে হাসাদহে নামিয়ে দেয় বাসের সহকারীরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গরু ব্যবসায়ী রুহুল আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে শিয়ালমারী পশুহাটে গরু ক্রয়ের উদ্দেশে আসছিলেন আবুল মোল্লার ছেলে রুহুল হোসেন। বাসের মধ্যে চেতনানাশক ব্যবহার করে তার কাছে থাকা আনুমানিক ৯৯ হাজার ৭৫০ টাকা হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
পরে বাসের হেলপার তাকে হাসাদাহ বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও গাড়ি স্বল্পতার কারণে তারা উদ্ধার কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ধ্যায় তার পরিচয় উদঘাটিত হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায় বলে জানা যায়।