স্টাফ রিপোর্টার: ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তরা বলেন, প্রবীণরা শিশুর মত হয়। শিশুরা যেমন ভালবাসা চাই, প্রবীণরাও বয়স্ককালে তেমনি শিশুসুলভ হয়ে যায়। তাই আমাদের প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তেমনি প্রবীণরাই হলো একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি। যাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে। কারণ প্রবীণদের অভিজ্ঞতা আছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগালে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। প্রবীণদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি মেন্টেনেন্স বাড়াতে হবে। রাতের ঘুম ভালো হতে হবে। এক্ষেত্রে পরিমিত খাওয়া এবং হাঁটাচলা করতে হবে। কোয়ালিটি অব লাইফ নিশ্চিত করতে হবে। কারণ আপনারা আমাদের সম্পদ। আপনাদের জ্ঞান ভান্ডার বেশি। যেখানে প্রবীণ থাকে না, সেখানে সমস্যার সমাধান করা দূরহ হয়ে পড়ে। সমাজের স্থিতিশীলতার জন্য প্রবীণদের প্রয়োজন। জীবনে সফলতা নাকি সুখী হওয়া বড় প্রয়োজন? আমি মনে করি সুখী হওয়া বড় প্রয়োজন জীবনে। দুশ্চিন্তা শরীরের আটারীকে সঙ্কুচিত করে। তাই দুশ্চিন্তা করবেন না। পজেটিভ মানুষ হতে হবে। নেগেটিভিটিকে এড়িয়ে চলতে হবে। কারণ মানুষের নেগেটিভিটি মানুষকে অসুন্দর করে। তাই সুন্দর আচরণের অধিকারী হতে হবে। মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সুন্দর আচরণ।
চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর, স্থানীয় এনজিও এবং প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এমএ আলী আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সি ও ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম এডভাইজার শুকুর আলী প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা পুরাতন বাজার প্রবীণ কমিটির সামনে থেকে বের করা হয় র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রবীণ কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। আলোচনা করেন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, সহ-সভাপতি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাজি খালেকুজ্জামান, হবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন, আজিবর রহমান, হাসিনা বেগম টুসি, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মিরাজ উদ্দিন প্রমুখ। পরে কেক কেটে প্রবীণ দিবস পালন করা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হানিফ ম-ল। এ সভায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে কারিতাস খুলনা অঞ্চলের এসডিডিবির আয়োজনে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মহি উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, নুর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, দেলোয়ারা খাতুন, ইউনিয়ন ফোরামের প্রচার সম্পাদক আহসান হাবিব, বাঘাডাঙ্গা ক্লাবের সভাপতি কিতাব আলী, ক্লাব সদস্য আনছার আলী, শরীফুল ইসলাম, সন্তোষ নওদা, প্রান্তস পিয়াদা, আব্দুল কুদ্দুস, মহি উদ্দিন, এলাকার প্রবীণ ব্যক্তিসহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ। এর আগে কার্পাসডাঙ্গা বাজারে প্রবীণদের নিয়ে একটি র্যালি করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন সুপারভাইজার বাপ্পা ম-ল।
মেহেরপুর অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘ নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এম এ বাসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, জেলা পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা সিভিল সার্জন মো. জওয়াহেরুল আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠানে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে দিবসটি উপলক্ষে কালীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের মিলনায়তন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্œ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সরকারি এমইউ কলেজ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ফরিদ উদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ বেগম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন, সাবেক সভাপতি আনসার আলী মাস্টার, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, ইউনুস আলী, জিল্লুর রহমান, আবুল ফজল, গোলাম মোস্তফা, সোহেল উদ্দিন, সহকারী অধ্যাপক সুব্রত নন্দী, জহুরুল ইসলাম প্রমুখ।