স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় এক পৌর কাউন্সিলরসহ তিন মাদকসেবীকে নেশাজাতীয় ইনজেকশনসহ আটকের পর ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার গোবিন্দপুর ম-লপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। ভ্রাম্যমাণ আদালত তিনটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ার মৃত আইজাল ইসলামের ছেলে পৌর কাউন্সিলর মো. বাপ্পি (৩০), গোবিন্দপুর ম-লপাড়ার শমসের আলীর ছেলে ইমদাদুল হক (৫৫) এবং একই এলাকার শাহাদত আলীর ছেলে লিটন আলী (৩৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে সকাল সোয়া ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর ম-লপাড়ার একটি নির্মাণাধীন ভবনের ভিতর থেকে আটক করা হয় পৌর কাউন্সিলর মাদকসেবী মো. বাপ্পিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন দিনের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে একই এলাকার ইমদাদুল হককে এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- ও পাঁচশ টাকা জরিমানা করা হয়। বেলা ১১টার দিকে একই এলাকার একটি পুকুরের পাশ থেকে আটক করা হয় মাদকসেবী লিটন আলীকে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। তাকেও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের কারাদ- ও পাঁচশ টাকা জরিমানা করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।