আলমডাঙ্গা ব্যুরো: ফার্মেসি ব্যবসার আড়ালে প্রেসক্রিপশন ছাড়া নেশার উদ্দেশে ইজিয়াম ইনজেকশন বিক্রির অপরাধে আলমডাঙ্গার এরশাদপুর ফার্মেসি মালিক সেলিম রেজাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার এক মাদকসেবীকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৩ পাতা ইজিয়াম ইনজেকশন উদ্ধার করে।
জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর মাগুরাপাড়ার মুকারম হোসেনের ছেলে জিয়াকে নেশার ইনজেকশনসহ পুলিশ আটক করে। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাত ৮টার দিকে এরশাদপুর গ্রামের মকবুল মোড়ের সেলিম ফার্মেসির মালিক পল্লি চিকিৎসক সেলিম রেজা ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ পাতা ইজিয়াম ইনজেকশন ও ইজিয়ামের খালি বোতল উদ্ধার করে। পরে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।