নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন : চুয়াডাঙ্গার দুটি আসনে ৪০ হাজার টাকা জরিমানা

কস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিকে পৃথক দুটি স্থানে ৩৩ হাজার টাকাসহ দুটি আসনে মোট ৪০ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলমডাঙ্গায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়াও চুয়াডাঙ্গা-২ আসনে দামুড়হুদার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন। এ সময় অন্য প্রতীকের কর্মী ও সমর্থককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈগল প্রতীকের একজন সমর্থক ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজারকে অনুমোদিত আকারের চেয়ে বড় ছবি ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার ২, ৩, ৪, ৮ ও ৯নং ওয়ার্ডে ঈগল প্রতীকের তিনটি নির্বাচনী অফিস উচ্ছেদ করা হয়। আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন ও বৈদ্যুতিক আলোকসজ্জা করায় ঈগল প্রতীকের এক কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডাউকি ইউনিয়নে একাধিক নির্বাচনি ক্যাম্প থাকায় নৌকার কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ। চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার ভগিরথপুর ও চারুলিয়া বাজারে আচরণবিধি ১০ (গ) ভঙ্গের দায়ে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আবু হাশেম রেজার প্রতিনিধিকে এক হাজার টাকা জরিমানা ও নৌকা প্রতীকের প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের খাসপাড়া নামক স্থানে ফ্রিজ প্রতীকের কর্মী সমর্থকরা ৩০টির বেশি মোটরসাইকেলযোগে শোডাউন করে। এ ঘটনায় ফ্রিজ প্রতীকের সমর্থক রেজাউল করিমকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।