নিজস্ব কার্যালয় গড়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দৃষ্টান্ত স্থাপন

সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আরও একটি স্বপ্ন বাস্তবায়ন
স্টাফ রিপোর্টার: পার্টির নামে জমি কিনে, সেই জমিতে ৫তলা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং প্রধানমন্ত্রীসহ জাতীয় ৪ নেতার ছবি দিয়ে পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ আবুল কাশেম সড়কে পৌরসভার নিকটস্থ ২শতক জমিতে নবনির্মিত কার্যালয় এখন উদ্বোধনের অপেক্ষায়।
দেশের যেকোনো জেলা শহরে তো দূরের কথা, রাজধানী ছাড়া বড় বড় শহরেও যখন নিজস্ব জমিতে নিজস্ব দলীয় কার্যালয় নেই বললেই চলে, সেখানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সৃষ্টি করেছে ইতিহাস। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বিশেষ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েক মাসের মধ্যেই দলীয় কার্যালয় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কার্যালয়ের এক পাশে জাতীয়, দলীয়সহ অঙ্গ সংগঠনসমূহের পতাকা উত্তোলনের যেমন ব্যবস্থা রাখা হয়েছে, তেমনই দেয়ালে নানা রঙের শ্বেত পাথর দিয়ে বঙ্গবন্ধুর ছবি নির্মাণ করা হয়েছে। ভবনের দেয়ালের মধ্যবর্তী স্থানে গোলবৃত্তের মধ্যে নৌকা প্রতীক যুক্ত করে ভবনের নকশাকারক প্রজ্ঞারই পরিচয় দিয়েছেন। এক পাশে জয় বাংলা, অপরদিকে জয় বঙ্গবন্ধু লেখা যেমন শোভা পাচ্ছে; তেমনই বড় হরফে লেখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা। এর মধ্যেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ভবনের নিচতলায় ছবি আর সর্বসাধারণের বসার ব্যবস্থা। দোতলায় সভাকক্ষ। তৃতীয় তলায় বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকের কার্যালয়। তার ওপরের তলায় মহিলা লীগ, শ্রমীক লীগ ও পৌর আওয়ামী লীগের কার্যালয়। ৫ম তলায় ছাত্রলীগ ও যুবলীগ, যুব মহিলা লীগের কার্যালয়।
চুয়াডাঙ্গায় কোনো রাজনৈতিক সংগঠনের নামে জমি কিনে সেই জমিতে পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন সারাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের প্রশংসার অন্ত নেই। বাজেট? জেলা শহরের প্রধান সড়কের মূল কেন্দ্রে ২ শতক জমির দাম দিতে হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। নির্মাণ ব্যয়? দলীয় নেতাকর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেখানে, সেখানে ব্যয়ের হিসাব হবে কিভাবে? ঠিকাদারদের তরফে রড-সিমেন্ট, ইটভাটা মালিকদের তরফে ইট-খোয়া। দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সকলের তরফে অন্যান্য নির্মাণ সামগ্রীসহ নির্মাণ খরচ। নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন হবে কবে? চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বললেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রষ্টেয়ায় দলীয় পূর্ণাঙ্গ কার্যালয়টির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে। আমরা আশা করছি আসন্ন রমজানের আগেই আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি উদ্বোধন করা সম্ভব হবে।

Comments (0)
Add Comment