জীবননগর ব্যুরো: নারী ও শিশু নির্যাতন দমন মামলায় আদালত হতে জামিন নিতে গিয়ে জেলহাজতে গেছেন জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হক। গতকাল বুধবার চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। নাসিরুলের সাবেক স্ত্রী ফরিদা পারভীন এ যৌতুক মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নাসিরুল হকের সাথে আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের রাহাজুল ইসলামের মেয়ে ফরিদা পারভীনের সাথে বিয়ে হয়। নাসিরুল হক জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ফরিদা খাতুন জীবননগর পৌরসভায় কর্মরত রয়েছেন। সংবার জীবনে এ দম্পতি ২ কন্যার সন্তানের জনক। তাদের ১০ ও ৭ বছর বয়সী ২ কন্যা সন্তান রয়েছেন। সাংসারিক বিষয়াদি নিয়ে এ দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করে আসছে। নাসিরুল হকের বড় ভাই নাজমুল হক ও তার স্ত্রী কাজল রেখা নাসির-ফরিদা দম্পতির মধ্যে বিবাদ সৃষ্টির প্রধান ক্রীড়ানক বলে দাবি করা হয়েছে। এ অবস্থার মধ্যে গত ১ ডিসেম্বর নাসির ফরিদাকে কোর্ট থেকে তালাক দিয়েছে বলে জানালেও ফরিদা এমন কোনো কাগজ পাননি বলে দাবি করেছেন। এমন অবস্থার মধ্যে গত ২১ ডিসেম্বর নাসিরের বাড়িতে দুই নাবালক শিশু কন্যাকে দেখা করতে গিয়ে ফরিদা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন। আহত ফরিদাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ফরিদা পরের দিন ২২ ডিসেম্বর নাসিরুল হকসহ তার ভাই ও ভাবীকে আসামি করে গত ২২ ডিসেম্বর জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও যৌতুকের দাবিতে মারপিট ও সহায়তা করার অপরাধ এনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নাকচ করে নাসিরুল হককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বলে বাদীপক্ষের উকিল এডভোকেট নাজমুল ইসলাম লাভলু জানিয়েছেন।