স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, উপজেলা, পৌর ও জেলা পর্যায়ে এবং মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী, ২৫শে মার্চ কালো রাত্রি ও ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কর্মসূচি পালনের বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়। সিন্ধান্তসমূহ হলো- ১৭ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত ১০দিন দলীয় কার্যালয় ও ব্যক্তিগত ভবন সমূহে আলোকসজ্জা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে পালন করতে হবে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ সাপেক্ষে দিনক্ষণ নির্ধারণ করার সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া জাতিসংঘের সিন্ধান্ত মোতাবেক বাংলাদেশকে স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এর আগে সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। গত সভার কার্যবিবরণী পাঠ করেন দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলী আজগর টগর, মোশারফ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, রহমতুল্লাহ, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, নজরুল মল্লিক, শ্রী প্রশান্ত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কায়ছার আহমেদ বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জয়নাল আবেদিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, শ্রম বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার (সোনা মিয়া), হাবিব উল্লাহ বাহার, হাসান কাদির গনু, আব্দুল মান্নান নান্নু, সিরাজুল আলম ঝন্টু, মাহফুজুর রহমান মুঞ্জু, গোলাম মোর্তূজা, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, শাহ আলম, মজিবর রহমান, আব্দুর রহমান, মতিয়ার রহমান, রবি বিশ্বাস, আব্দুল কাদের প্রধান, নুরুল ইসলাম, ইয়াকুব হোসেন মাষ্টার, হেলাল উদ্দিন, কাজি খালেদুর রহমান অরুন, শাহজাহান আলী, খলিলুর রহমান ভুট্ট, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহাদৎ হোসেন, আবু মুছা, সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, আবু মো. আ. লতিফ অমল, অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. রফিকুল ইসলাম রান্টু ও আব্দুল আজিজ।