স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন যোগদান করেছেন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছুলে জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন তিনি। অপরদিকে সকালে বিদায়ী পুলিশ মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা চুয়াডাঙ্গা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের বাসভবন থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
এদিকে, চুয়াডাঙ্গায় প্রায় তিন বছরের কর্মজীবন শেষে বদলি সূত্রে বিদায় নিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের বাসভবন থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপারকে বসিয়ে সামনের দুই পাশের ফুলের রশি ধরে পুলিশের সদস্যরা টেনে পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ পার্ক লেন রোড (এসপি গলি) হয়ে কোর্ট রোড সড়ক পর্যন্ত নিয়ে যান। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান চুয়াডাঙ্গা জেলার পুলিশ সদস্যরা।