স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় বাস-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে পাখিভ্যান চালক রফিকুল ইসলাম ওরফে শিলু ম-ল নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওরফে শিলু ম-ল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত নিয়ামত ম-লের ছেলে। তিনি তিনজন যাত্রী নিয়ে আলমডাঙ্গার জেহালা বাজারের হোমিও ডাক্তারের কাছে যাচ্ছিলেন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, পাখিভ্যানে নিজ গ্রামের তিনজন যাত্রী নিয়ে বুধবার ভোরে আলমডাঙ্গার জেহালা বাজারের হোমিও ডাক্তার আকছেদ আলীর কাছে যাওয়ার উদ্দেশে রওনা দেন পাখিভ্যান চালক শিলু ম-ল (৪২)। তিনি আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছুন্নত আলী মোল্লার বাড়ির কাছে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তার পাখিভ্যানের মুখোমুখি ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন তিনিসহ পাখিভ্যানে থাকা যাত্রী জামান ম-ল (৪৫), তার স্ত্রী নার্গিস খাতুন ও তাদের সাথে থাকা শিশু সন্তান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব পারভেজ জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভ্যানচালক শিলু ম-লকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানে নেয়ার পথে মারা যান তিনি। এছাড়া ভ্যানের যাত্রী জামান ম-লকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে শিলু ম-লকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে দুপুরের দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় শিলু ম-ল মারা যান। আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপাল পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় শিলু ম-লের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’