চুয়াডাঙ্গা-৬ বিজিবি দামুড়হুদা সীমান্তবর্তী গ্রাম থেকে ১১৬ গ্রাম (১০ ভরি) স্বর্ণ ও ৩৫২ গ্রাম (৩০ ভরি ০৪ আনা) রুপাসহ জহিরুল মালিতা কে (৫৫) আটক করেছে। সোমবার বেলা ১২টার দিকে সীমান্তবর্তী নতুন গ্রাম থেকে তাকে আটক করা হয়। জহিরুল মালিতা বড়বলদিয়া গ্রামের লুৎফর মালিথার ছেলে।
চুয়াডাঙ্গা বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে ভারতে একটি স্বর্ণের বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিত্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টহল দল জেলার দর্শনা থানার বড়বলদিয়া সীমান্তের মেইন পিলার ৮৪/৩-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নতুন গ্রাম নামক স্থানে একজন ব্যক্তিকে লুঙ্গি ও শার্ট পরা অবস্থায় পাকা রাস্তার উপর দিয়ে পায়ে হেটে ভারতের দিকে যাচ্ছে। এসময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবির টহল দল তার পিছনে ধাওয়া করে জহিরুল মালিতাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে তার কোমরে লুঙ্গির ভাজে একটি কালো ব্যাগ থেকে ১১৬ গ্রাম (১০ ভরি) ওজনের উন্নত মানের ১ টি স্বর্ণের বার ও ৩৫২ গ্রাম (৩০ ভরি ০৪ আনা) ওজনের ০৭টি রুপার বার উদ্ধার করে।