দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার তুইন রানা (২৫)নামের এক যুবক ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত তুহিন রানা দামুড়হুদা দশমী পাড়ার মৃত আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলে ও দামুড়হুদা যুবলীগ নেতা শাহিন উদ্দীনের ছোট ভাই। আজ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত তুহিনের চাচা ইসমাইল হোসেন জানান, তুহিন মাদারীপুর এক কিটনাশক কোম্পানিতে চাররি করতো। সে মধুখালি বাসা নিয়ে থাকতো।আজ সকালে সে নিজ মোটরসাইকেল যোগে মধুখালি থেকে মাদারীপুর যাওয়ার পথে বেলা ১০টার দিকে ফরিদপুর পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রী বাহি বাসের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে পড়ে ঘঁনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে করিমপুর ফাঁড়িতে পুলিশ ফাড়িতে রাখে। তিনি আরো বলেন, মরদেহ ফেরৎ আনার প্রক্রিয়া চলছে দ্রুত ফেরৎ আনা হচ্ছে।