দামুড়হুদা অফিস: দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মাঠে বালু কেটে রাস্তা ও কৃষি জমির ক্ষতি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বালু ব্যবসায়ী গিয়াস উদ্দিন কে অর্থদন্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের নুরুল হকের ছেলে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলার গোবিন্দহুদা মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়,দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠের রাস্তা ও কৃষি জমির ক্ষতি করে অবৈধ ভাবে বালি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সাল এর ৪(খ) ধারায় অভিযুক্ত গিয়াস উদ্দিন কে ৮০হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলি,দামুড়হুদা মডেল থানার এএসআই হারুন প্রমূখ। অভিযুক্ত গিয়াস উদ্দিন তার উপর ন্যাস্ত অর্থদন্ডর অর্থ নগদে পরিশোধ করে মুক্তি পাই।