দামুড়হুদার কোমরপুরে ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষ

কুনিয়া-চাঁদপুর মাদরাসার সুপার সামসুল হক নিহত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপার মাওলানা সামসুল হকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা সামসুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মৃত নিছার আলীর ছেলে। তিনি একই উপজেলার কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীসূত্র থেকে জানা গেছে, মাদরাসা থেকে কাজের উদ্দেশে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের ইটভাটার নিকট পৌঁছুলে ইটবোঝায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাওলানা সামসুল হক মারা যান। স্থানীয়রা জানায় ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল চালক দুজনেই কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে। তবে ইটবোঝাই ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে।
এদিকে মাদরাসা সুপারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে ঘটনাস্থলে। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, ট্রাক্টর-মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে মাদরাসার সুপার মাওলানা সামসুল হক নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। গতকাল এশার নামাজের পর পিরপুরকুল্লা কবরস্থানে বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহের দাফনকার্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপার মাওলানা সামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।