স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্টকর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। স্মার্ট কর্নার উদ্বোধনকালে কবীর বিন আনোয়ার বলেন, ‘আওয়ামী লীগ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। স্মার্ট বাংলাদেশের কার্যক্রম আমরা নিজেদের ঘর থেকেই শুরু করছি। দল এবং কর্মীরা স্মার্ট হলেই বাংলাদেশ স্মার্ট হবে। আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে। এখান থেকে অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকা- পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালি মোকাবেলা করা হবে। এছাড়াও কোন অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর নাম ডাটাবেজে থাকবে’। যতোই আন্তর্জাতিক চাপ আসুক না কেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে সব নির্বাচনেই আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিলো। কখনোই কোনো চাপের কাছে মাথানত করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপ নয়, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার। নির্বাচনকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতোই আন্তর্জাতিক চাপ আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় স্মার্ট কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঞ্চালনায় সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলি আহামেদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক। স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কবির বিন আনোয়ারের সফরসঙ্গী ছিলেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর, ব্যারিস্টার নাভেদ ইসলাম বিশাল, প্রকৌশলী মো. তানভীর হাসান তালাশ, সৈয়দ ইমাম বাকের, গোলাম রাব্বানী শামীমসহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্টকর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। এ উপলক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশান প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, প্রকৌশলী মো. তানভীর হাসান তালাশ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।