স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।) বিজিবির ভাষ্যমতে, জব্দ করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৪১১ গ্রাম এবং জব্দ করা সবগুলো মালামালের মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।
মঙ্গলবার বিকেলে ৬-বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের মাধ্যমে সোনা চোরাচালান হবে। এ তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির অভিযানকারী দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। দলটি ওই গাড়িকে শনাক্তের পর থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রী রফিকুল ইসলাম ও লিটন খানের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৯০ টাকা ও ২টি মোবাইলফোন জব্দ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, এ ঘটনায় নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।