ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক বাসযাত্রীকে আটকের পর তার কাছ থেকে প্রায় দেড়কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে ঢাকাগামী রয়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে জেলা গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৬) চাঁদপুর জেলার হাজীগঞ্জের আব্দুল মোমিনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুুলিশের ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে বাসযোগে একটি স্বর্ণালঙ্কারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবর পায় পুলিশ। সেই মতো পুলিশ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি শুরু করে। ‘সকালে রয়েল পরিবহনের একটি বাস থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক কেজি ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণলংকার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।’ এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে আনোয়ার জানান। গ্রেফতার রফিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গার এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালঙ্কারের চালান গ্রহণ করেন রফিকুল। সেগুলো ঢাকার ধোলাইখাল এলাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা ছিলো। এর আগেও তিনি একটি চালান ঢাকায় নিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি ওসি জানান, এক কেজি ৪২৫ গ্রাম এই স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু পাথরও রয়েছে। সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের সোনা রয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে যাত্রীবাহি বাস থেকে ১৮ লক্ষাধিক টাকা মূল্যের ২৬ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করে গোয়েন্দা পুলিশ।