ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) ও ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক পবহাটি গ্রামের আব্দুল বারী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ আগস্ট করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। মাজেদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুওে মারা যান তিনি।
এদিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক মো. সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগস্ট তার পজেটিভ রিপোর্ট আসলে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গতকাল সোমবার বিকেল ৫টায় তিনি মারা যান।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি দুজনের লাশ দাফন করে। ইফা গঠিত কমিটি এ পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছেন।