ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচদিন আগে অপহৃত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজামাপাড়া গ্রামের একটি একটি শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে বৃহস্পতিবার গভীর রাতে সুজন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সুজন (২১) আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে। অপহরণ ও হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সাকিব (২০), কলিম উদ্দিনের ছেলে নাজমুল (১৮) ও ১৫ বছরের এক কিশোর।
জানা গেছে, গত রোববার বিকালে শৈলকুপা টেলিফোল একচেঞ্জ ভবনের সামনে থেকে রাকিব ও সাকিব নামে দুইজন টাকা দেয়ার কথা বলে সুজনকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এরপর থেকে সুজনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরে শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শৈলকুপা থানার ওসি বলেন, এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ওই কিশোরের দেয়া তথ্যের ভিত্তিতে সুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।