জাহিদুর রহমান তারিক : ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা মাগুরাপারা গ্রামে তুলোর গোডাউন অপসারণ দাবিতে মাগুরাপারা মহল্লাবাসি মানব বন্ধন করেছেন। শনিবার বিকালে মাগুরাপারা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার সচেতন মহল অভিযোগ করে সাংবাদিকদের বলেন ডাকবাংলার ইসমাইল মিয়ার তুলোর গোডাউনের কারনে পাড়ায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। দিন রাত উড়ে বেড়ানো তুলোর অতিষ্ঠে জীবন বিপন্ন প্রায়। তাছাড়া তুলোর কারনে সর্দি,কাশি, এ্যাজমা রোগে ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা রয়েছে সাস্থ্য ঝুঁকিতে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোকলেচুর রহমান শিলু, সাধুহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম,মমতাজ বেগম, ময়না খাতুন, ছাত্রনেতা রিয়াজ আহাম্মেদ, বক্তরা বলেন এই তুলোর গোডাউন অচিরেই অপসারণ করার দাবি জানাচ্ছি, সাথে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি। এবিষয়ে তুলোর গোডাউনের মালিক ইসমাইল মিয়া অভিযোগ অস্বিকার করেন।