কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় মিজানের কাঠ ডিজাইন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় বয়লারের লোহার মুখ ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়েছে। এতে পার্শ্ববর্তী দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রতিদিনের মতো শহরের মিজানুর রহমানের কাঠের নকশা ঘরে কাজ করছিলেন মিস্ত্রিরা। মাগরিবের নামাজের সময় বিকট শব্দে বায়ু সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তিন মিস্ত্রি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসান রহমান জানান, হাসপাতালে আনার আগেই হতাহতদের দুজন মারা গেছেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর পাঠানো হয়েছে।
এসএম রায়হান উদ্দীন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, বলুহর বাসস্ট্যান্ড এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার সামনে খোলা আকাশের নিচে সাইজ কাঠ রিফাইন করার জন্য বয়লারে কাঠ দিয়ে তাপ দেয়া হচ্ছিলো। এ সময় পাশের একটি কারখানায় কাঠমিস্ত্রি মিল্টন, রাম ও আলমগীর কাজ করছিলেন। হঠাৎ বয়লার বিস্ফোরণে মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠান। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, খবর পেয়ে কোটচাঁদপুর ও ঝিনাইদহ থেকে দুটি টিম ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে। আহত দুইজনকে উদ্ধারকরে হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আর দুজন আহত হয়েছেন। বয়লার অতিরিক্ত তাপ দেয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।