জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন (৪৫) ও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আলী হোসেনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু শুক্রবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনে হতে ময়েন চেয়ারম্যানকে ও আলী হোসেনকে রাত ১০টার দিকে উপজেলার পেয়ারাতলা হতে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুক্রবার বিকেলে ভারত থেকে যশোরের বেনাপোল স্থল বন্দর হয়ে দেশে ফিরছিলো। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ময়েনকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। রাতে তাকে জীবননগর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অপর দিকে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আলী হোসেনকে রাতে পেয়ারাতলা হতে গ্রেফতার করে পুলিশ। তাদের দুই জনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকা-ের পরিকল্পনা করার অভিযোগে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, তার কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমাসদৃশ বস্তু এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়াও নাশকতা মামলার আসামি মঈন উদ্দিন ময়েনকে বেনাপোর্ট থানা পুলিশ গ্রেফতার করে জীবননগর থানাতে সোপর্দ করেছে। তাদেরকে গতকাল শনিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।