সালাউদ্দীন কাজল :
চুয়াডাঙ্গার জীবননগরের ধোপাখালী গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জীবননগর উপজেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী দরবেশ দফাদার (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে। সে ওই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ওয়ার্ড যুবলীগ নেতা।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারফিউন জানান, দরবেশ দফাদার ৬-৭ আগে থেকে জ্বর, ঠান্ডা ও কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। সে নিজ বাড়িতে থেকে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার সন্ধ্যায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, দরবেশ দফাদারের শরীরে করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ ছিল। এক্সরেতে দেখা গেছে করোনার কারনে তার লান্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।
জীবননগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুল হাকিম জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।