তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কাল : কে কোথায় জিতবেন চলছে জল্পনা-কল্পনা
স্টাফ রিপোর্টার: আগামীকাল রোববার ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের ভোট। মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোট কেমন হবে, কে জিতবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে বিস্তর জল্পনা-কল্পনা, সন্ধ্যারাতেও সরগরম চায়ের আড্ডা কিংবা রাস্তার ওপরে কয়েকজন দাঁড়িয়ে যুক্তি-পাল্টা যুক্তির গল্প। আর প্রার্থীর মধ্যে কাজ করছে নানা উদ্বেগ। এরমধ্যেই ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হবে ভোটের সরঞ্জাম। তবে নির্বাচন ঘিরে সংঘাত, সহিংসতা, খুনোখুনি চলছেই। গতকালও সহিংসতায় ভোলা ও টাঙ্গাইলে প্রাণ গেছে দুজনের। এ নিয়ে আগের দুই ধাপ আর আগামীকালের তৃতীয় ধাপের ভোটকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ গেল ৫৩ জনের। আহত হয়েছেন কয়েক শ। নির্বাচন কেন্দ্র করে হতাহতের ঘটনায় বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। সহিংসতায় কখনো প্রাণ যাচ্ছে প্রার্থীর, কখনো কর্মীর। এবারে দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে বেশি সংঘাত হচ্ছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তৃতীয় ধাপের ভোট নিয়ে গতকালও দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রার্থীকে লক্ষ্য করে গুলি ঘটেছে। তৃতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও মেহেরপুর ও ঝিনাইদহের বেশ কয়েকটি ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপের এক হাজার ইউনিয়ন পরিষদ ও অষ্টম ধাপের ৯টি পৌরসভায় কাল ভোটগ্রহণ হবে। এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোটের উৎসবের পাশাপাশি সহিংসতার শঙ্কা রয়েছে। এদিকে পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল আজ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই প্রথম, দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আর চতুর্থ ধাপের মনোনয়নপত্র জমা হয়েছে। সেখানে ভোট হবে ২৬ ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, সর্বশেষ চতুর্থ ধাপের ৮৪৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিনই ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ধাপে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে কতজন একক প্রার্থী রয়েছেন তা গতকাল পর্যন্ত জানাতে পারেনি ইসি। আগামী ৬ ডিসেম্বর চতর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। তখন এ ধাপের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা আরও বাড়তে পারে ধারণা করছেন ইসির কর্মকর্তারা। আগামী ২৬ ডিসেম্বর এ ধাপের ভোটগ্রহণ হবে।
আগামীকাল অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এক হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের আগেই জয় পেয়েছেন ৫৬৯ জন প্রার্থী। গত চার ধাপের মধ্যে এ ধাপেই সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। তাদের মধ্যে ১০০ জন চেয়ারম্যান রয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ এবং সাধারণ সদস্য পদে ৩৩৭ জন রয়েছেন। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ হাজার ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান চার হাজার ৪০৯ জন, সংরক্ষিত সদস্য ১১ হাজার ১০৫ জন ও সাধারণ সদস্য ৩৪ হাজার ৬৩২ জন। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এতে ভোটকেন্দ্র ১০ হাজার ১৫৯ ও ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। এতে ভোটার রয়েছেন ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন। শুক্রবার রাতে এসব ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। মাঠে নেমেছেন পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।
এর আগে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২০৩ জন রয়েছেন। তার আগে প্রথম ধাপের ৩৬৪ ইউনিয়ন পরিষদে ১৪১ জন বিনা ভোটে জয় পান। তাদের মধ্যে চেয়ারম্যান ৭২, সংরক্ষিত নারী সদস্য ছয়জন ও ৬৩ জন সাধারণ সদস্য রয়েছেন।