চুয়াডাঙ্গা-২ আসনের জাসদ প্রার্থী ইয়াছিন উল্লাহ ভোটের মাঠ ছেড়ে নৌকার প্রার্থীকে সমর্থন

দর্শনা অফিস: আজ বাদে কাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত দেওয়ান ইয়াছিন উল্লাহ মশাল প্রতীকে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ভোটের মাঠে। হঠাৎ করেই ভোটের মাত্র ৩৬ ঘণ্টা আগে নির্বাচনের মাঠ ছেড়ে সরে দাঁড়ালেন তিনি। ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগ সরকার গঠনের স্বার্থে স্ব-দল বলে সমর্থন করলেন এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাজি আলী আজগার টগরকে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা রেলবাজারে পৌর জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইয়াছিন উল্লাহ এ ঘোষণা দেন। এ সময় তিনি তার দলের নেতাকর্মী ও শুভানুদ্ধায়ীদের অনুরোধ করেছেন মশালে নয় নৌকা প্রতীকে ভোট দিতে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগরের নির্বাচনি সমন্বয়কারী, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আরিফ, আওয়ামী লীগ নেতা হাজি জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন জাসদের সভাপতি জুলফিকার আলী, দর্শনা পৌর জাসদের আহ্বায়ক জাকারিয়া জাকির, সাবেক সভাপতি জামাল উদ্দিন, জহির উদ্দিন, দর্শনা পৌর নারী জোটের সভাপতি তসলিমা খাতুন, সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন, পৌর যুবজোটের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।