স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো। গতকাল শুক্রবার সকালে ধানম-ি ৩২নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধূর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ধারণ করেছেন শোকের কালোব্যাজ। আলোচনাসভায় বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ইতিহাসের অন্যতম ও ন্যাক্কারজনক এ হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলী। ইতিহাসের জঘন্য ও বর্বর নিকৃষ্ট হত্যাযজ্ঞের এই দিনটি জেল হত্যা দিবস। ঢাকায় আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনাসভায় আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলন কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস হলে তা প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। যে যেখানেই থাকুন, যারা আগুন দেবে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করতে হবে। কারও ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। জনগণকেই এগিয়ে আসতে হবে। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের জনগণই আওয়ামী লীগের শক্তি এমনটা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের আর কিছু নেই। আমাদের কোনো মুরুব্বি নেই। আমাদের আছে বাংলাদেশের জনগণ। সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। তিনি বলেন, বিদেশিদের লাফালাফিতে এ দেশে নির্বাচন বানচাল হবে না। নির্বাচন সঠিক সময়েই হবে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? নির্বাচন করলে তাদের নেতা কে? কাকে প্রধানমন্ত্রী করবে? কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপি চেয়ারপারসন, সে তো এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। আর এখন তো অসুস্থ। ওরা (বিএনপি) জানে নির্বাচন করলে ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ২০০৮ নির্বাচনে তো মাত্র ২৯টা সিট পেয়েছিল। এখন তাদের অপকর্মের জন্য মানুষ আরও বিমুখ। সংসদ নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা হবে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ রাখতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। যাতে এ দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে। ওরা (বিএনপি-জামায়াত) নির্বাচন চায় না, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। দুষ্কৃতকারী কয়েকজনের লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না, তাদের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড ঘটবে, সেখানেই বিএনপি-জামায়াতের দুর্বৃত্তদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। চুয়াডাঙ্গায় পৃথক স্থানে শোকাবহ জেলাহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় এ দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক জনাব মুন্সি আলমগীর হান্নান। সকাল সোয়া ৭টায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, সাবেক নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, টুটুল, মিন্টু, মন্টা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম ও মো. সাহাবুল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা এমদাদুল হক আকাশ প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস নেতাকর্মীদের সাথে নিয়ে জেলহত্যা দিবস পালন করেছেন। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে সকাল ৭টায় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাকর্মীদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা কলেজ রোডস্থ বিশ^াস টাওয়ারে সামনে জাতীয় পতাকা, কালো ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেলে কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষকলীগের সহসভাপতি সেলিম মল্লিক সলিল, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পাপেল মিয়া, সদর পৌর কৃষকলীগের যুগ্মআহ্বায়ক তারিক আজিজ নয়ন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনির উদ্দীন, সদর উপজেলা কৃষকলীগ সদস্য কালাম হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিকদার রাকিব হাসান মানিক, মোমিনপুর ইউপি সদস্য আলমগীর হোসেন, আরিফ হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মজিবার রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকাশ মোল্লা, আব্দুল হাকিম, জুয়েল রানা, হাসিবুল হোসেন, নাজমুল হুছাইন, সাজ্জাদ হোসেন, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাচু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা বাধন, হিমু, সাবেক সেনা কর্মকর্তা সেলিম হোসেন, আলুকদিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম, আকরাম প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস।
অপরদিকে, নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। কর্মসূচির মধ্যে ছিলো সকালে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন ও আলোচনাসভা। পরে জাতীয় চার নেতা স্মরণে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ের সামনের মাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দিলীপ কুমার আগরওয়ালা। সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন পারভেজ, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, খাদিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোয়াজ্জেম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রুহুল আমিন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু মাস্টার, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তালেব, জেহালা ইউপির সদস্য রহিদুল হক ইলা, আলমগীর হোসেন জনি মেম্বার, ডাউকি ইউপির সদস্য সাঈদ হোসেন প্রমুখ।
অপরদিকে, আলমডাঙ্গার জেহালায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত। এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ সিআইপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ পূর্বপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী এগ্রো’র রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউপির ৭নং ওয়ার্ডেও মেম্বার আনারুল ইসলাম, সাবেক মেম্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, লিটন চৌধুরী, লাভলু চৌধুরী, আব্দুস সাত্তার, খন্দকার দারুস-সালাম, আখলাকুর রহমান মিন্টু মাস্টার, আমিরুল ইসলাম কিরন, হাজি হিজাজুর রহমান, সাইদুল ইসলাম, মিলন মোল্লা, আব্দুল রাজ্জাক, সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরিফিন হোসেন।
অন্যদিকে, জেল হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোক-কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় সংলগ্ন মোহাম্মদী শপিং কমপ্লেক্সে দলীয় কার্যালয়ের সামনে নঈম হাসান জোয়ার্দ্দার, সামসুদ্দোহা মল্লিক হাসু ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে জেলা যুবলীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, বিপুল জোয়ার্দ্দার, টিটু, জুয়েল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিউল শেখ সুইট, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ ম-ল, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি জুয়েল, ৭নং যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলতাব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছোট, বঙ্গ, শিমুল, মুনাজাতে, মিন্টু, মোমিন, বাবু, লিপ্টন, রাজন, মাফুজ, পারভেজ, সেফাত, হাসিব, আবির, তন্ময়, জনি, সিকদার, সাব্বির, জিতু, জিনারুল, বিপ্লব, শাহিন, লাল্টু, নাইম , জাহাঙ্গীর, রুবেল, তানজিল, সঞ্জু, বাচ্চু, জাহিদ, সাকের, আরাফাত, রসূল, রতন, রজত, রনি, ইমরান, সোহেল, তুষার, সোহান, আলামিন, ইয়াসিন, রবিন, নয়ন, নাজমুল, ছাত্রলীগ নেতা ইমরান ফেরদৌস, নোমান, সাহেদ, সাকিব, বিপুল, আলী, তানজির, মিশা, কাফি, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, আরিন, জুয়েল, সবুজ, কবির, শরিফুল, হৃদয়, শরিফ, রুবেল, শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন নতুন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক।
এছাড়াও জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেদারগঞ্জস্থ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সাবেক সদস্য আতিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান, আবু তাহের, আল ইমরান বিপ্লব, সদর উপজেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সাংগঠনিক সম্পাদক ইমরান আহম্মেদ, পৌর সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু প্রমুখ।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিঙ্গেদহ বাজারস্থ সদর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক শওকত মাহামুদ, যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উদীচীর আব্দুস ছাত্তার।
অপরদিকে সকাল ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শহীদ চার নেতার স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম আমির, সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক শওকত মাহামুদ, যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে শাফায়েত, মোল্লা দেলোয়ার, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, মহসিন কামাল, পিয়ার মোহাম্মদ কচি, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা ইসলাম, জাহানারা প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ড জামে মসজিদে বাদ আছর আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব, আওয়ামী লীগ নেতা সাবেক ব্যাংকার ফজলুর রহমান, মহসিন আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আসাদুল হক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইখলাছ উদ্দিন।
অপরদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয় আওয়ামী লীগ। দামুড়হুদা অডিটরিয়াম হল চত্বরে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন কর করা হয়।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কালো পতাকা, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় অতিথি হিসেবে আলোচনা করেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল আলম, যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন নফর, দাউদ হোসেন, নেফাউর রহমান মন্টু, দর্শনা প্যানেল মেয়র রবিউল হক সুমন, হবা জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি সোলায়মান কবীর, মামুন শাহ, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।
অপরদিকে, দামুড়হুদার কুড়ুলগাছিতে জেলহত্যা দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী হাশেম রেজা। গতকাল শুক্রবার বিকালে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাতীয় চার নেতা স্মরণে একটি শোক র্যালি বের করেন। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। গতকাল শুক্রবার বিকেলে কুড়ুলগাছিতে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাশেম রেজা। এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আ.লীগ ৯নং ওয়ার্ডের সভাপতি সরফরাজ আলী, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগ সহসভাপতি মোহাম্মদ আলী, নাটুদাহ ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ইন্নাল শেখ, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জিএস নাসির উদ্দিন বিশ্বাস, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের প্রবীণ নেতা হারুন অর রশিদ মোল্লা, মদনা ইউনিয়ন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলহত্যা দিবসের সেই মর্মদন্তু কথা তুলে ধরে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান, সাজ্জাদ হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন বিশ^াস, আব্দুল খালেক, নবীছদ্দিন, হাসদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শফিকুল আলম নান্নু, হাফিজুর রহমান, মাহবুব রশিদ, মোশারফ হোসেন তেলা, আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়নের মহিবুল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের মহিবুল ইসলাম, প্রজন্মলীগ নেতা আমিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম, পৌর ছাত্রলীগ নেতা মিঠু ও উথলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জেবু প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদুল্লা, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথশোভা ম-ল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। পরে সেখানে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া এলাকায় ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাজ্জদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আল মামুন, আমঝুপি ইউপির সাবেক সদস্য আক্তার হোসেন, আমঝুপি ইউপি সদস্য আবুল কাশেম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জশিউর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার প্রমুখ। পরে সেখানে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে এদিন সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। এরপর সেখানে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, সম্পাদক নজরুল ইসলাম, মেহেরপুর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশকার আলী, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, ইয়াং বাংলা ফিউচার লিডারশিপের মুজিবনগর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।