স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠন। ঢাকায় আয়েজিত অনুষ্ঠানে জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত রেখে দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিলো-আজ তারাই ব্যর্থ। আজকের বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। এ মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে দেশকে মুক্ত রেখে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক চেতনায় উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আওয়ামী লীগ সভাপতি বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশকে কিছু দিয়েছে। কারণ জাতির পিতার আদর্শ নিয়েই এই দলটি চলে। আমাদের একটাই চিন্তা যে জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন, সেই জাতির কল্যাণ করা। তাদের জীবন সুন্দর করাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনাসভায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। দিনটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন এদিন স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে- সেই পরিকল্পনা নিয়ে তার সরকার ডেল্টা প্ল্যান করে দিয়েছি। প্রেক্ষিত পরিকল্পনায় ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও দেয়া হয়েছে। ২০৭১ সালে স্বাধীনতার শত বছর উদযাপন হবে। আগামী প্রজন্ম কীভাবে সেটাকে উদযাপন করবে- সে কথা চিন্তা করেও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সবাইকে তার আদর্শ মেনে দেশগঠনে মনোযোগী এবং জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে গড়ে তুলতে সরকার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে, এই জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই’র উপপরিচালক জিএম জামিল সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, উদিচি শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ আদিল হোসন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী সাদাত শাহারিয়ার অর্পণ, বর্ণ, অতিশ, অহনা, অরিন, নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পী জ্যোতি, আঁখি।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় জেলা যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাবলু, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক আরিফ, তসলিম উদ্দীন ফিরোজ, শরীফ হোসেন দুদু, আলমগীর আজম খোকা, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহসিন রেজা। আওয়ামী যুবলীগ নেতা আল ইমরান শুভর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, পলেন, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব, রামিম হাসান, সৈকত, শামিউল শেখ সুইট, তানভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, লোকমান, হিরা, আশা, সুমন, ইমরান, সজল, মুন্না, বাচ্চু প্রমুখ। পরে আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ উমর ফারুক।
অপরদিকে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ ও শ্রদ্ধানিবেদন করেন নেতৃবৃন্দরা। গতকাল রোববার সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, সহসভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, সহসভাপতি রাশেদ, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান বারেক, সাংগঠনিক সম্পাদক সাফায়েত বাবু, দফতর সম্পাদক আল নোমান, ছাত্রনেতা হারুন জোয়ার্দ্দার, যুবনেতা মন্টা প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে গতকাল রোববার সকাল ৮টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহাপার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, জেলা তাঁতি লীগ ও জেলা যুব মহিলা লীগ। এ সময় জনপ্রসাশন প্রতিমন্ত্রীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তার প্রতিনিধিরা। পরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম ইব্রাহীম শাহীন, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য শামীম আরা হীরা প্রমুখ।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর সভার মেয়র জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর জেলা যুবলীগের নেতা মশিউর রহমান বকুলের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আব্দুর রেজা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সম্পাদক সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা আকতার হোসেন, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শোভন সরকার, উপজেলা সভাপতি ফয়সাল প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়। সদর উপজেলা পরিষদ থেকে শুরু করে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
অপরদিকে, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরের দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বঙ্গবন্ধুর জীবনীসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, মাসুদ রেজা প্রমুখ। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ফররুখ আহমেদ।
এদিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, প্রভাষক আসকার আলী, মফিজুর রহমান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল ওহাব প্রমুখ।
বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নে উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজিবার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মিরাজ সর্দার, তৌহিদুল ইসলাম, মুছাদ আলী, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রতিক প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল রোববার মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে সকাল ১০টার দিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক শায়েস্তা খাঁন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কু-ু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, এম.এ আসাদ প্রমুখ।
উল্লেখ্য, প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।