স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বদলে জাহাঙ্গীর আলম মালিক খোকনকে প্রার্থী হিসেবে মনোনিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের মনোনয়ন বাতিল করে জাহাঙ্গীর আলম মালিকের মনোনয়ন দেয়া হয়।
গত শনিবার মনোনয়ন বোর্ডের সভায় চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের মনোনয়ন দেয়া হয়। একদিন পর সোমবার দুপুরে তার বদলে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা পৌর সভার ৪নং ওয়ার্ডের পর পর ৫ বারের নির্বাচিত জাহাঙ্গীর আলম মালিক খোকনকে মনোনিত করার খবর ছড়ায়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়। সূত্র বলেছে, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের তরফে কেন্দ্রে যে ৩ জনের নাম প্রস্তাবনা আকারে প্রেরণ করা হয় তার মধ্যে জাহাঙ্গীর আলম মালিক খোকন ছিলেন দ্বিতীয় স্থানে। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বদলে তাকেই চূড়ান্ত মনোনিত করা হয়েছে।