নাগরিক সেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে তাকে দায়িত্ব হস্তান্তর করেন পৌর সচিব কাজী শরীফুল ইসলাম। এ সময় পৌরসভার নবনির্বাচিত ১২জন কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পৌরসভা চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নতুন মেয়রকে সংবর্ধনা দেয়া হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, অ্যাড. মোল্লা আব্দুর রশীদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদেরের সঞ্চলনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহম্মেদ চন্দন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের নাগরিকদের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্বাচিতদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বিগত দিনে চুয়াডাঙ্গা পৌরসভার মানুষ তাদের কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত ছিলো। বর্তমান পরিষদে সেবা নিতে আসা কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করারও আহ্বান জানান তিনি। নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, সকলের সহযোগিতা পেলে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক মানের পৌরসভায় রূপান্তর করবো। এ ক্ষেত্রে সকলে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জাহাঙ্গীর আলম মালিক খোকন প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। এর আগে তিনি টানা ৩৩ বছর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন তিনি।