স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার ভারত সীমান্ত বলদিয়ায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএসফ’র গুলতে ৩২ বছর বয়সী বাংলাদেশী এক যুব নিহত হয়েছে। আজ রোববার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক বলদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার নাম মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর। ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলি করলে সে নিহত হয়। নিহত যুব গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-৬ এর পরিচালক। লাশ ভারত অভ্যন্তরে থাকায় বিএসএফ তা নিয়ে গেছে বলে জানা গেছে।
এটা করা মোটেও ঠিক হয়েনি। কমপক্ষে কারণটা তো জানা উচিত ছিলো তা না করে যুবকের উপর গুলি করেছে তার উপর লাশটাকে আবার ইন্ডিয়ায় নিয়ে গেছে।