চুয়াডাঙ্গা ও মেহেরপুরে-৬ বিজিবির উদ্ধারকৃত চার কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে আটক ৪ কোটি ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে ৬ বিজিবি। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ২৭৯ বোতল ফেনসিডিল, প্রায় সাড়ে ৯ কেজি হেরোইন, ১৭২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন। এসময় তিনি বলেন, দেশে মাদকের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে, সীমান্তে কারেন্ট জালের মতো আটকিয়েও এটি পুরোপুরি থামানো সম্ভব নয়। ছোট ছোট প্যাকেটে আসায় মাদক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দেশে মাদকের চাহিদা অসীম, আর তা দেশের অভ্যন্তরে কমানো না গেলে বিজিবি একা এটি ঠেকাতে পারবে না। মাদক নিয়ন্ত্রণে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত থেকে গেলো ১ আগস্ট ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৪ উদ্ধার হওয়া মাদকদ্রব্য নষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ হাজার ২৭৯ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২.৩১৪ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯.৪৬১ কেজি হেরোইন, ২.৪৮০ কেজি কোকেন, ১১ হাজার ৬০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশা জাতীয় ইনজেকশন। যার আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।