স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় রবি মৌসুমে (২০২১-২২) ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ভূট্রা, সরিষা ,গম,পেঁয়াজ ও মসুর চাষের জন্য ৩০ লাখ টাকার বীজ ও সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুম রুহানী ও কৃষক আব্দুল লতিফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেরুন এমপি বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের নাড়ীর খবর রাখতেন। কিভাবে দারিদ্রমুক্ত ও ক্ষুদামুক্ত বাংলাদেশ হবে একথা ভাবতেন। এ মানুষটা ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মেয়ে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন। গ্রাম শহর হবে। একথা কেউ বলেছেন। তিনি বলেছেন। সেজন্য যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের উন্নতি করতে হবে।
বঙ্গবন্ধুর কন্যা কৃষক বান্ধব। কিভাবে তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করবে। বাঙালী ছেলেমেয়েরা ডিসি-এসপি, সচিব ও সেনাবহিনী প্রধান হচ্ছে। যেটি পাকিস্থান আমলে সম্ভব ছিলনা। প্রতিটি সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে বড় বড় প্রকল্প গ্রহন করছে। পাটুরিয়া ঘাটে ট্যানেল তৈরী হবে। কর্ণফুলি নদীতে ট্যানেল তৈরী শেষ পর্যায়ে। চুয়াডাঙ্গায় কৃষির উন্নতি ফলে প্রতিদিন ১০০টি করে ট্রাক লোড হয়ে সবজী যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকরা সন্ধ্যার পর আর ঘরে থাকে না। রাত ১২ টা পর্যন্ত চা দোকানে বসে গল্প করতে পারছে।