চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মীসহ নতুন ৮ জন করোনায় আক্রান্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ৩ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এরমধ্যে দুইজন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, শুক্রবার সন্ধ্যার পর জেলায় করোনা আক্রান্তের নতুন রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে। রিপোর্টে জেলায় নতুন করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়ার কথা উল্লেখ রয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ জন ও জীবননগর উপজেলার রয়েছেন একজন। এদের ভেতরে ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো মোট ৫১ জন। তিনি আরও জানান, আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চত করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন।

Comments (0)
Add Comment