চুয়াডাঙ্গায় মুদি দোকানের কর্মচারি ছুরিকাঘাতে খুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তরিকুল ইসলাম (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করেছে পাশের দোকানের অপর এক কর্মচারী। বুধবার (৯ সেপ্টম্বর) সন্ধ্যায় জেলা সদরের সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার সুবদিয়া গ্রামের মনি উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরোজগঞ্জ বাজারের গৌতম ষ্টোরে কর্মচারী হিসেবে কাজ করে তরিকুল। বুধবার সন্ধ্যায় আলমসাধু থেকে মালামাল নামানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সাহা ষ্টোরের আরেক কর্মচারী রিফাতের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয় তরিকুলের। দুজনরে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে রিফাত রাগান্বিত হয়ে তরিকুলের পেটে বুমা (বস্তা থেকে চাল বের করার জন্য ধারালো অস্ত্র বিশেষ) ঢুকিয়ে দেয় । গুরুতর রক্তাক্ত জখম তরিকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । ঘটনায় অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

Comments (0)
Add Comment