চুয়াডাঙ্গায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়ছে দশমিক ২৮ শতাংশ হারে

 জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর পুর্ণাঙ্গ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ: জেলায় মোট জনসংখ্যা ১২৩৪০৫৪ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। জেলায় মোট ১২ লাখ ৩৪  হাজার ৫৪ জনের মধ্যে পুরুষ ৬ লাখ ৭ হাজার ৬শ ৩৬ জন এবং ৬লাখ ২৬ হাজার ৩শ ৫৫ জন নারী।  এ হিসেবে জেলায় পুরুষের তুলনায় ১৮ হাজার ৭শ ১৯ নারী বেশি। হিজড়া রয়েছেন ৬৩ জন। বর্তমানে জেলায় সাক্ষ্যরতার হার ৭২ দশমিক শূন্য ৫ শতাংশ।

২০২২ জনশুমারি ও গৃহণননার জেলা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার দুপুরে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে জনশুমারি ও গৃহগণনতার তথ্য প্রকাশ করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ) মো. রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। স্বাগত বক্তব্যসহ তথ্য উপাত্ত উপস্থাপন করেন সাংলাশে পরিসংখ্যান ব্যুরোর চুয়াডাঙ্গা উপ পরিচালক মো. শরিফুল ইসলাম। সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মো. বিল্লাল হোসেন উপস্থাপকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি ড. কিসিঞ্জার চাকমা বক্তব্যে বলেন, পরিসংখ্যান ব্যুরোর অসংখ্য মানুষ অক্লান্ত পরিশ্রম করে যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে তা জেলার সমৃদ্ধতা অর্জনে যেমন সহায়ক হবে, তেমনই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়নে তরান্বিত হবে। জনশুমারি ও গৃহগহণনা-২০২২ আমাদের সামনে যে তথ্য উপস্থাপন করেছে তা গবেষণা করে বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে। উপস্থাপিত তথ্যে যেমন উঠে এসেছে জেলায় কতজন নারী ও পুরুষ কতটা দক্ষ এবং অদক্ষতার হাল চিত্র। দক্ষতা অর্জনে এবং কর্মে পিছিয়ে থাকা নারীর সংখ্যা বিবেচনায় তাদের অগ্রযাত্রায় আমাদের করণীয় নির্ধারণের তাগিদ অনুভূত হচ্ছে। আগামীতে অবশ্যই এ বিষয়ে পযদক্ষেপ নিতে হবে।

চুয়াডাঙ্গা জেলায় জনশুমারি ও গৃহগণনার হালচিত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় পল্লী ও শহর এলাকায় বসবাসকারী জনসংখ্যার হার যথাক্রমে ৭৫ শতহমি৬৩ ও ২৪ তশমিক ৩৭ দশমিক ৩৭ শতাংশ। বস্তিতে বসবাসকারী জনসংখ্যা মোট ৪ হাজার ৫শ ৮৯ জন। ভাসমান জনসংখ্যা ৭৮ জন। উপজেলা ভিত্তিক সর্বাধিক সংখ্যক মানুষ বসবাস করেন আলমডাঙ্গা উপজেলায়।  ৩ লাখ ৬৮ হাজার ১শ ৬০ জন। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার পুর্বের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। ২০১১ সালের গণনার সময় যেখানে জনসংখ্যা হৃদ্ধির হার ছিলো ১ দশমিক ১ দশমিক ১৩ সেখানে ২০২২ সালের গণনায় এ হার হ্রাস পেয়ে নেমে এসেছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধির হারে নারীর তুলনায় পুরষের সংখ্যা কম। জেলায় দশমিক ৬৫ শতাংশ হারে পুরুষ ও দশমিক ৯৩ শতাংশ হারে নারী বৃদ্ধি পাচ্ছে।

আয়োজনের শুরুতে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে জেলা প্রশাসক বলেন, সরকারি সকল দফতরেই অভিযোগ বক্স রাখা বাধ্যতামূলক। এ বক্স রাখলেই হবে না, নিয়োমিত খোলা এবং সংরক্ষণ করতে হবে। অভিযোগ নিস্পত্তির লক্ষে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মূল দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত অভিযোগ বক্সে এবং অনলাইনে প্রাপ্ত ৪৫টি অভিযোগের মধ্যে ইতোমধ্যেই ৪৩টি অভিযোগ নিস্পত্তি করা সম্ভব হয়েছে।