স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৯জন। এর মধ্যে জেলায় ১৮৯জন এবং জেলার বাইরে ২০জন মারা গেছেন। মঙ্গলবার ৯০ জনের নমুনা পরীক্ষার করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার নতুন ৫১ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৪৫ জনে। এ দিন ৯০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৬১ জনে। এ দিন তিনজন সুস্থতার সনদ পেয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৫২৩জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১২জন এবং বাড়িতে রয়েছেন ১১৭ জন। নতুন শনাক্তকৃত তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, মঙ্গলবার করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়নি। এ দিন নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।