স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দু বছরের এক শিশুসহ নতুন ৭ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলা শহরের জোয়ার্দ্দারপাড়ার ওই শিশুর পিতা মাতাও করোনা আক্রান্ত বলে জানা গেছে। মঙ্গলবার চুয়াডাঙ্গার আরও ৯জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২শ ২৭ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার নতুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এদিন স্বাস্থ্য বিভাগের হাতে ৩৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭জনের করোনা পজিটিভ হয়েছে। বাকিদের নেগেটিভ। নতুন ৭জন আক্রান্ত দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ ৭জন। মৃত্যুর সংখ্যা বাড়েনি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১২জন, হোম তথা বাড়িতে আইসোলশেনে ছিলেন ১শ ২৫জন। মঙ্গলবার যে ৭জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে জেলা শহরের ৪জন। দামুড়হুদা উপজেলার ৩জন। জেলা শহরের ৪ জনের মধ্যে জোয়ার্দ্দারপাড়ার দু বছরের এক শিশু রয়েছে। তার পিতা মাতার করোনা শনাক্ত হয় গত ২০ সেপ্টেম্বর। বাকি তিনজনের মধ্যে একজন সদর হাসপাতালের, একজন বজরুকগড়গড়ির ও একজন পলাশপাড়ার। দামুড়হুদা উপজেলার দামুড়হুদা কলেজপাড়ার ১জন ও কেরু অ্যান্ড কোম্পানির দুজন।
চুয়াডাঙ্গাসহ সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস পেলেও চিকিৎসকদের অভিমত, স্বাস্থ্য বিধি না মানলে বড় ধরণের খেসারত দিতে হতে পারে। ফলে মাস্কপরাসহ স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাচলের পুনঃপুন অনুরোধ জানিয়ে বলা হচ্ছে, করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াছে। একটু অসতর্কতার কারণে ভুগতে হতে পারে, ঝরতেও পারে প্রাণ।