স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছোঁয়াচে ছড়ানো অব্যাহত রয়েছে। নতুন আরও ১৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ২৫৬ জনে। অসুস্থদের মধ্যে আরও দুজন সুস্থতা পেয়েছেন। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জন।
রোববার নতুন যে ১৭ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৬ জন। দামুড়হুদা উপজেলার ৬ জনের মধ্যে একজন রয়েছেন স্বাস্থ্যকর্মী। বাকি ৫ জন দর্শনার বলে প্রাথমিকভাবে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জনের মধ্যে তিন জন আত্মবিশ্বাসের সাতগাড়ি শাখা কার্যালয়ের কর্মী। অপরজন চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে কর্মরত আনসার সদস্য। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আগেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তার সাথে যুক্ত হলেন তারই কার্যালয়ের একজন আনসার সদস্য। আলমডাঙ্গা উপজেলার রাধীকাগঞ্জ ও এরশাদপুরের ২ জন করে ৪ জন ও উদয়পুর, আসানননগর ও শেখপাড়ার একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) ৬৪ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে ১৭ জনের পজিটিভ হয়েছে। বাকি ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। এ রিপোর্টের ভিত্তিতে দুজনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত মোট ২৫৬ জনের মধ্যে সুস্থ হলেন মোট ১৪৭ জন।